নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৭তম সেবাশ্রম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ ডিসেম্বর উদযাপন করা হয়। কর্মসূচিতে ছিল, শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভজন পার্ষদ গোয়ালিনী মায়ের নামে নবনির্মিত ‘গোয়ালিনী মা ভবন’ উদ্বোধন, নাট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন, এইচ এস সি–২০২৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সেবাশ্রমের গীতা শিক্ষার্থীদের সনদ বিতরণ, সেবাশ্রমে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সম্মাননা, ভক্ত সাধারণ কর্তৃক শিব–নারায়ণ পাদ পদ্মে তুলসী নিবেদন, আলোচনা সভা।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি সূত্রধরের সভাপতিত্বে এবং সুব্রত ভৌমিক ও সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও লোকনাথ ধাম, চাক্তাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। সভার শুরুতে গীতা পাঠ করেন সেবাশ্রমের শিশু নিকেতনের শিক্ষার্থী আদিত্য মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন রিপন দত্ত। আলোচনায় অংশগ্রহণ করেন প্রনব সাহা বাবলু, কাঞ্চন তালুকদার, সরোয়ার আলম, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, পলাশ নাথ রনি, উত্তম সূত্র ধর, শর্ব্বরী দে রাত্রি, সুমী চৌধুরী, দীলিপ চক্রবর্তী, নিহার মল্লিক, সেবাশ্রম সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লায়ন তপন কান্তি দত্ত, স্বপন কুমার সাহা, মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী, দীপংকর রুদ্র, নিমাই নন্দী, আশীষ দস্তিদার, আশীষ দাশ, গৌরী শংকর চক্রবর্তী, তাপস গুপ্ত, জুয়েল গুপ্ত, রুপন নাথ, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, নয়ন চৌধুরী, লিটন ধর, সিদুল শীল, অপু সেন, বিপ্লব রায়, রুপক দাশ, কৌশিক দাশ কাঁকন, প্রতাপ রুদ্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












