নন্দীরহাটে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, চট্টগ্রাম কেন্দ্রে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবসের উৎসব দুদিন বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। প্রথম দিন গত ৫ সেপ্টেম্বর উষাকীর্ত্তন, ভাগবদ্পাঠ, প্রসাদবিতরণ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়। ৮ সেপ্টেম্বর আদিত্য মল্লিকের গীতা পাঠ এবং অধ্যাপক টিংকু চৌধুরী ও দীলিপ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় উৎসব সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। আবির্ভাব দিবস উদযাপন সম্পাদক সুজন ভৌমিকের স্বাগত বক্তব্য দেন। সমাজসেবায় ডা. গোবিন্দ প্রসাদ মহাজন ও শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ চৌধুরীকে সেবাশ্রমের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনায় উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত করেন সেবাশ্রম ট্রাস্ট চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি মনোজ কান্তি দে এবং সেবাশ্রম ট্রাস্ট কো–চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ট্রাস্ট সমন্বয়ক অশেষ কুমার পুরোহিত ও সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস। বক্তব্য দেন, সেবাশ্রম ট্রাস্ট চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি মনোজ কান্তি দে, ট্রাস্ট কো–চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ট্রাস্ট সমন্বয়ক অশেষ কুমার পুরোহিত, সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন তপন কান্তি দত্ত, মৃণাল কান্তি সূত্রধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।