লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র নন্দীরহাটে বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালা ৪ঠা এপ্রিল মাতৃসম্মেলন ও আলোকিত নারী সম্মাননা অনুষ্ঠান শুভনীল দাশ রিভুর গীতা পাঠ ও চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ বাসনা রানী মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‘তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো’– বহুল আলোচিত প্রবাদটিকে সামনে রেখে সমাজের নিবেদিত নারীদের বর্নিল জীবনগাঁথা উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সভার প্রধান অতিথি মাধুরি ব্যানার্জী, ইউনিসেফ, ফিল্ড অফিস, চট্টগ্রাম বিভাগীয় প্রধানকে সমাজসেবায়, অধ্যাপক ডাঃ শিউলি মজুমদার, চিকিৎসা সেবায় ও মিসেস দেবী চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, চসিক, শিক্ষায় আলোকিত নারী হিসেবে সেবাশ্রমের পক্ষ হতে উত্তরীয়, সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার, সেবাশ্রম স্মারক ও সম্মান সূচক আজীবন সদস্য পদ প্রদানের মাধ্যমে আলোকিত নারী সম্মাননা জ্ঞাপন করা হয়।
মনিষা চৌধুরী ও সুজন কুমার ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভার প্রধান অতিথি ও আলোকিত নারী মাধুরি ব্যানার্জী এবং অধ্যাপক ডাঃ শিউলি মজুমদার ও দেবী চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশের সাব রেজিস্ট্রার শর্মি পালিত চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্ট চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, পরিচালনা পরিষদের সহ সভাপতি রতন কুমার দাশ, মৃনাল কান্তি সূত্র ধর, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, উপদেষ্টা সচিব লায়ন তপন কান্তি দত্ত, অধ্যাপক ডাঃ রজত কান্তি বিশ্বাস, ডাঃ স্বপন কুমার চৌধুরী, লায়ন রুপন কুমার দাশগুপ্ত, বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন ধর, সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অতনু চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, পারমিতা চৌধুরী, সমীর পাল, লিটন দত্ত, কাঞ্চন তালুকদার, দীলিপ চক্রবর্তী, নিহার মল্লিক, মাখন লাল দাশ, মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী,সুব্রত ভৌমিক, আশীষ দস্তিদার, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, দীপঙ্কর রুদ্র, গৌরী শংকর চক্রবর্তী, রুপন কান্তি নাথ, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, নয়ন চৌধুরী, শাপলা সেন, ডাঃ কিশোর দত্ত, মিতুল দাশগুপ্ত, ঐন্দ্রিলা ভৌমিক, মনিষা রক্ষিত, কৃতিকা দাশ, কস্তুরী ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।