নন্দিতা

সাখাওয়াত হোসেন মিঠু | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

যদি ভালোবাসা চাও তবে বুক থেকে

অফুরন্ত ভালোবাসা বিলিয়ে দেবো।

.

যদি নিজেকে কষ্টের চাদরে মুড়িয়ে নিতে চাও

তাহলে বুকের ভেতর জমে থাকা লোনা

কষ্টের পান্ডুলিপি খুলে দেবো।

.

লিলুয়া বাতাস যদি চাও

তবে কাব্য নিশি দুয়ার খুলে দেবো।

.

তারপর!… তারপর!…তারপর!

কিচ্ছু নানন্দিতা।

পূর্ববর্তী নিবন্ধজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবাদতখানা স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধআমার আমি