যদি ভালোবাসা চাও তবে বুক থেকে
অফুরন্ত ভালোবাসা বিলিয়ে দেবো।
২.
যদি নিজেকে কষ্টের চাদরে মুড়িয়ে নিতে চাও
তাহলে বুকের ভেতর জমে থাকা লোনা
কষ্টের পান্ডুলিপি খুলে দেবো।
৩.
লিলুয়া বাতাস যদি চাও
তবে কাব্য নিশি দুয়ার খুলে দেবো।
৪.
তারপর!… তারপর!…তারপর!
কিচ্ছু না…নন্দিতা।