সীতাকুণ্ড উপজেলার বড়দারোগা হাটস্থ নন্দনপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৩ মার্চ সম্পন্ন হয়েছে। সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল– ধর্মসম্মেলন, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান, অন্নপ্রসাদ আস্বাদন। সেবাশ্রমের সভাপতি দেবব্রত নাথের (রানা) সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন অধ্যক্ষ মিটুন ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র কুমার নাথ মন্টু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম জর্জ কোটের অতিরিক্ত পিপি অ্যাড. ভবতোষ চন্দ্র নাথ ও রয়েল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন রুনু দেবী, প্রদীপ নাথ, মিলন কান্তি শীল, ভগীরথ চন্দ্র দে। শুরুতে গীতাপাঠ করেন গীতা প্রশিক্ষক শিমুল দেব। স্বাগত বক্তব্য রাখেন প্রাণগোপাল চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন লিটন কান্তি দাশ, প্রহ্লাদ কুমার সাহা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।












