নন্দনকানন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৬:৩২ অপরাহ্ণ

আন্তজার্তিক কৃঞ্চভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে নন্দনকাননে আজ দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইসকন রংপুরের অধ্যক্ষ গদাধর গোস্বামী মহারাজ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এ সময় তিনি বলেন, জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার উৎসব শুরু। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মধ্য অন্যতম নজির স্থাপন করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। এটাই আমাদের বড় পরিচয়। এটাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে আমি বুকে ধারণ করি।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসকনের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে হাঁটার সময় ট্রাকচাপায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধসিআইইউতে পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা