নন্দনকানন বৌদ্ধ বিহারে দুই পক্ষের সংঘর্ষ

ভিক্ষুসহ আহত ৭

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মে, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে দুই পক্ষের সংঘর্ষে বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে বৌদ্ধ মন্দির দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন অপু বড়ুয়া, শিমুল বড়ুয়া, অজিত বড়ুয়া, আদর্শ বড়ুয়া, নিপুতি বড়ুয়া, স্বপন বড়ুয়া ও প্রাণ মৃগাংক বড়ুয়া। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, বৌদ্ধ মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। ভিক্ষুদের অভিযোগ, গতকাল সকাল ১১টার দিকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা এসে বিহারের আসন থেকে বৌদ্ধ মূর্তি সরিয়ে তারা সেখানে বসে যান। তালা ঝুলিয়ে দেন বিহারে। বিহারে টাঙিয়ে দেন ব্যানার। দুপুর আড়াইটার পর ভিক্ষু নেতারা জড়ো হলে শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। মূলত বিহারকে নিজের দখলে নিতেই সমিতির নেতাদের এমন কর্মকাণ্ড বলে অভিযোগ তাদের।

তবে বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারণ মানুষ ক্ষোভ জানিয়ে বলেন, বিহারে থাকবেন ভিক্ষুরা, নেতারা নয়। এ নিয়ে দুই পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। খবর পেয়ে বেলা দেড়টার দিকে এক পক্ষকে পুলিশ বিহার থেকে বের করে দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় আহত ও অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এদিকে সন্ধ্যার দিকে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বিহারের সামনে মানববন্ধন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা জানান, দুই মাস আগে বিহারের কিছু সম্পত্তি নিয়ে বৌদ্ধ সমিতির নেতাদের সাথে তাদের বিরোধ হয়। এটা নিয়ে ৮ মার্চ মারামারির পর বিহার থেকে বৌদ্ধ সমিতির নেতাদের বের করে দেওয়া হয়। গতকাল তারা আবার বিহারের দখল নিতে এলে সংঘর্ষ শুরু হয়।

নন্দনকানন বিহারের উপাধ্যক্ষ জিনবোধি ভিক্ষু বলেন, বৌদ্ধ বিহার কারো সম্পত্তি নয়। কোনো সংগঠন করার জায়গাও না। কিন্তু একটা সংগঠন ভিক্ষুদের ওপর হামলা করে বিহার দখলে নিতে চায়।

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী আজাদীকে জানান, বিহারের দখল ধরে রাখা নিয়ে দুই মাস থেকে ঝামেলা চলছিল। দুপুর থেকে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে মারামারিতে লিপ্ত হয়। পরে পুলিশ এক পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, টেকনাফে রোহিঙ্গা যুবককে হত্যা
পরবর্তী নিবন্ধনারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী