নগরীর নন্দনকাননস্থ পাহাড়িকা স্কুলের সামনে প্রধান সড়কের মাঝখানে ওয়াসার পাইপ লাইন ফেটে পানি বের হতে হতে বিশাল গর্তে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে হঠাৎ সড়কের মাঝখানে ওয়াসার পাইপ লাইন ফেটে তীব্র বেগে পানি বের হতে থাকে। পরে গর্তটি বড় হতে থাকে।
সড়কে গর্ত হয়ে যাওয়ায় স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে দিয়ে গর্তের মাঝখানে গেড়ে দেয়। পাইপ ফেটে গত মঙ্গলবার দীর্ঘক্ষণ পানি পড়তে থাকলেও ওয়াসাকে জানানোর পর ওয়াসার লোকজন এই অংশের পানির সংযোগ বন্ধ করে পাইপ লাইনের লিকেজ বন্ধ করেন। কিন্তু মূল সড়কের মাঝখানে বড় গর্তটি এখনো রয়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এখনো গতটি ভরাট না করায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।