চট্টগ্রাম নগরীর নন্দকানন। অভিজাত এই এলাকার পরিচিত নাম ‘হিল সাইড রেস্টুরেন্ট’। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল চারপাশে।
অবশেষে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে সেখানে নামে ভ্রাম্যমাণ আদালত।
মুহূর্তেই অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম — অনিবন্ধিতভাবে পরিচালনা, নিন্মমানের খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশন, এমনকি অসামাজিক কার্যকলাপের অভিযোগও ধরা পড়ে।
অভিযানে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কতুব উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং রান্নাঘরের অবস্থা ছিল নোংরা ও অস্বাস্থ্যকর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা বলেন, “অভিযানে এসে আমরা ভয়াবহ অবস্থা দেখতে পাই। খাদ্য প্রস্তুতের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য আর অসামাজিক কর্মকাণ্ডের তথ্য মিলেছে। তাই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, “ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”