আন্তর্জাতিক কৃঞ্চভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যাগে নন্দনকাননে গতকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও ইসকন রংপুরের অধ্যক্ষ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এ সময় উপস্থিত ছিলেন ইসকন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস, নন্দনকান রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।