নন্দনকাননে আত্মসাতের ১৫ লাখ টাকার পণ্য উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

 

 

নগরীর নন্দনকানন এলাকার ফটিকছড়ি বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের আত্মসাত করা ১৫ লাখ ৪৫ হাজার ৯৩৮ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। পণ্যগুলোর মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউশন বঙ, এলইডি টিউব, বোলিং লাইট, প্রিজম লাইট, লাঙার সিরিজ, মুন লাইট, সার্কিট ব্রেকার, সার্ফেস প্যানেল লাইট, সেইফ পিয়ানো সুইচ সকেট, পিপল সিরিজ, ফ্লাড লাইট, সুপ্রিম লাইট, পিভিসি টেপ, টেস্টার। গতকাল বুধবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফটিকছড়ি বিল্ডিংয়ের নিচ তলায় পলাতক আসামি ফারুকের বাসা। গ্রেপ্তার নুর জাহান বেগমের কাছ থেকে তথ্য পেয়ে আমরা ওই বাসায় অভিযান চালাই। একপর্যায়ে আত্মসাতকৃত অবশিষ্ট মালামাল উদ্ধার করা হয়েছে। মালামালগুলো ওয়ালটনের। এর আগে গত ২৯ এপ্রিল নুর জাহান বেগমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আত্মসাতকৃত ৩২ লাখ ৮৯ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইন হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা