বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সহ–সভাপতি পিযুষ কান্তি চৌধুরীর মাতা ননী বালা চৌধুরী (৭৭) গত ২৪ এপ্রিল ভোর ৫টায় বার্ধক্যজনিত রোগে নগরীর দক্ষিণ–মধ্যম হালিশহরস্থ বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, নাতি–নাতনীসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুরে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের কুঞ্জুরী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন হয়। আগামী ৯ মে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মান্না দত্ত সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।