‘আমাদের জনজীবন নৌপথ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে চবি প্রাণিবিদ্যা বিভাগ, রিভার ক্লাব বাংলাদেশ ও গ্রীন ভয়েসের যৌথ উদ্যোগে গত সোমবার এক আলোচনা সভা চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানের সভাপতি চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার ‘হালদা নদী: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, বাংলাদেশের সমন্বিত নদী ব্যবস্থাপনার একটি সফল উদ্যোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল ও প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, আইডিএফের প্রধান নির্বাহী জহিরুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ–সভাপতি চৌধুরী ফরিদ, সাংবাদিক মোহাম্মদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ, নৌ পুলিশ এসপি এ এফ এ নিজাম উদ্দিন ও স্থপতি মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শামছিল আরেফিন। সভায় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম হাসান সৈকত ও নওশীন তাসনিম নিঝুম।
উপ–উপাচার্য (একাডেমিক) বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর সাথে এ দেশের মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। নদী বাংলাদেশের অর্থনীতির বিশাল যোগানদাতা। দেশের একটি বিশাল জনগোষ্ঠী এ নদীর মাধ্যমে জীবন–জীবিকা নির্বাহ করার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে যোগান দিচ্ছে। তাই দেশের বৃহত্তর স্বার্থে নদী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি নদী সুরক্ষায় সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। এ উপলক্ষে উপ–উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি ক্যাম্পাাস প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।