নদীর সঙ্গী, ফিরে এসো আবার জীবন বাঁচাতে

রিপন সেন গুপ্ত | শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

ধরিত্রীর চারের তিন ভাগই জল সবারই জানা। জোয়ারভাটা, জলোচ্ছ্বাসবন্যা শান্তভয়ংকর কতই না বাহারী রূপ। শত্রু বিনা বন্ধুত্বের নাম পৃথিবীর সকল প্রাণী ও বৃক্ষের জীবন। আর তার প্রাণবুকে চলা ছোট্ট বাহনের বৈঠা হাতে বাহক। মানব সভ্যতার গোড়া থেকে যার অবদান নদী, সমুদ্র পারাপারে। পদবি ভিন্নতা ‘মাঝিনাবিক’। জনপ্রিয়তা ‘মাঝি’তে রাজানবাব হতে আধুনিকে চির চেনা। গ্রামের সংখ্যা শহর তুলনায় অধিক। জন্মমৃত্যু, চিকিৎসাশিক্ষা, মানবের সকল কাজে এপার থেকে ওপারে পৌছানোই ধর্ম। ভোরে ভাটিয়ালি গানের সুরে নদীর তরঙ্গ তাল সন্ধ্যায় থামে। দুর্যোগজলদস্যু ভয় ত্যাগে সারাদিন জীবন ঝুঁকি নিয়ে অল্প আয়ে উপকার থেমে থাকে না। শরীর অবহেলায় অপরকে বাঁচাতে এগিয়ে এলেও তার নদী পাড়ের অসচ্ছল পরিবারে অনাহার, বিনা শিক্ষা ও চিকিৎসায় প্রিয়জন হারানো নিত্য নতুন সঙ্গী। তবুও থেমে নেই মায়ায় জড়ানো ছোট্ট বাহনের পেশার কাজ। আধুনিকে যান্ত্রিক যান ও বাহারী ব্রিজে তাদের চাহিদা ক্রমেই কমেছে। যা বর্তমান বিংশ শতাব্দীতে বাহন ও বাহক বিলুপ্ত বটে। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, স্রষ্টার সৃষ্টির বিলুপ্ত ক্ষতির কারণ। আজ বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ বন্যার কবলে নাজেহাল। ক্ষতিতে প্রাণ হানি অসহায়ের সংখ্যা বাড়ছে। কিবা লাভ বন্যায় বড় যান্ত্রিক যান ও ব্রিজে। মনে করিয়ে দিচ্ছে আজ বিলুপ্ত সেই বাহককে। ফিরে এসো বৈঠা হাতে, মানব জীবন খুঁজছে তোমায় জীবন বাঁচাতে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি তোমায় কখনো ভুলবে না।

পূর্ববর্তী নিবন্ধআইন শৃঙ্খলা অবনতি প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধশিশুরা অনুকরণ প্রিয়