নদভী, আনোয়ারুল আজিম আরিফসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আইআইইউসি টাওয়ার থেকে ১২ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং ট্রাস্ট পরিচালিত আইআইইউসি টাওয়ার থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাবেক এমপি ও উপাচার্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম। খবর বাসসের।

দুদক জানায়, অভিযুক্তরা আইআইইউসি টাওয়ার থেকে বিশ্ববিদ্যালয় আইন, ট্রাস্ট আইন ও বিধি বহির্ভূতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট ১২ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫ () ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও আইআইইউসি টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আইআইইউসি’র সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক কোঅর্ডিনেটর প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি’র ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা।

পূর্ববর্তী নিবন্ধদেশ অশান্ত করতে বিদেশ থেকে টাকা আসছে : অলি আহমদ
পরবর্তী নিবন্ধআরপিও সংশোধনে আপত্তি জানিয়ে ইসিতে বিএনপির চিঠি