ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌতে অধ্যয়নকারী বাংলাদেশী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ‘Towards Routing the Islamic vision of education’ শীর্ষক এক সেমিনার গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
দুই অধিবেশনে অনুষ্ঠিত সকাল ৯টার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর ও নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর সাবেক ছাত্র আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। বেলা পৌনে ১২টায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী। স্বাগত বক্তব্য দেন ওবাইদুর রহমান খান নসীম নদভী। শুভেচ্ছা বক্তব্য দেন আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা, প্রফেসর ড. দ্বীন মুহাম্মদ, ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বক্তব্য রাখেন প্রফেসর ড. আতাউর রহমান নদভী, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, প্রফেসর ড. নাজমুল হক নদভী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান ও মাওলানা মুহাম্মদ আমিন নদভী।
উদ্বোধনী বক্তব্যে এমপি নদভী বলেন, বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর জ্ঞানের দ্যুতি উপমহাদেশের সীমানা ছাড়িয়ে আরব, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়া ও ল্যাটিন আমেরিকার দিক-দিগন্ত বর্ণোজ্জ্বল করেছে। এসময় তিনি নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌতে অধ্যয়নেকালে বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ক্বারী মাওলানা মুহাম্মদ আসাদের পরিবেশনায় তেলাওয়াতে কালামে পাক ও কলরব শিল্পী আবিদ তারানায়ে নদওয়াতুল ওলামা পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।