চট্টগ্রাম আদালতের এজলাস কক্ষ থেকে দেড় কোটি টাকার চেক এর এনআই অ্যাক্টের একটি মামলার নথি চুরির ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ ইসমাইল গতকাল উক্ত মামলাটি করেন। মহানগর দায়রা জজের নির্দেশে দুই বছর আগের উক্ত ঘটনায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।
আসামিরা হলেন- এনআই অ্যাক্টের উক্ত মামলার এক নম্বর আসামি মোহাম্মদ ইদ্রিস আলী (৫৬), মামলার আইনজীবী সাইদুল ইসলাম স্বপনের ছোট ভাই ও আইনজীবী সহকারী মো. এনামুল হক প্রকাশ এনামুল ইসলাম মিলন (৪২), জিকু দাশ (৩০)। নাজির মোহাম্মদ ইসমাইল ও কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে নাজির উল্লেখ করেন, ২০১৯ সালের ৮ জুলাই সকাল ৯ টা থেকে দুপর সাড়ে ১১ টার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা চেক এর এনআই অ্যাক্টের মামলার নথি চুরির ঘটনা ঘটে। মামলার এক নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় অন্য আসামিরা এ ঘটনায় জড়িত। যা মামলার বাদী সাবিত্রী বনিক আদালত বরাবর করা তার একটি অভিযোগে উল্লেখ করেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, আদালতের মতো জায়গায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে মামলাটি করা হয়েছে। দুই বছর পর কেন এ মামলা করা হয়েছে, সে বিষয়ও এতে উল্লেখ করা হয়। বলা হয়, মামলার নথি তালাশসহ বেশকিছু বিষয় যাচাই বাছাই করতে বিলম্ব হয়েছে।
এ ঘটনায় উক্ত আদালতের বেঞ্চ সহকারীসহ দুই কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকায় ইতিমধ্যে বেঞ্চ সহকারী এস.এম মাসুদ হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং অফিস সহায়ক তপন কান্তি দে’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। থানায় করা মামলার এজহারে এ বিষয়টিও উল্লেখ করা হয়।
এ বিষয়ে নাজির মোহাম্মদ ইসমাইল বলেন, এন.আই.এ্যাক্টের উক্ত মামলার আসামি মো ইদ্রিস আলী নথি চুরির এ ঘটনা ঘটিয়েছে। যেখানে অপর দুই আসামিও জড়িত আছেন। দায় রয়েছে কোর্টের দুইজন কর্মকর্তারও। এ কারণে তাদের একজনের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় মামলা করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, তিনজনের বিরুদ্ধে একটি মামলা পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।