নতুন হামাস নেতা সিনওয়ারকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের

| শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ইরানে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর এবার তার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত গাজায় গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা নির্বাচিত করেছে হামাসের সুরা কাউন্সিল। গত বছর ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার হোতা মনে করা হয় তাকে। খবর বিডিনিউজের।

গত সপ্তাহে হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন উত্তেজনার একটি সময়ে হামাস সিনওয়ারকে তাদের প্রধান নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, বুধবার একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.২৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরান ও এর মিত্রদের হামলার হুমকির মুখে শঙ্কিত ইসরায়েলের অপেক্ষা