নতুন সুজুকি এক্সএল ৬ গাড়ি বাজারজাত করল উত্তরা মোটর্স

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক। সম্পূর্ণ নতুন সুজুকি এক্সএল ৬, প্রিমিয়াম ৬-সিটার গাড়ি বাজারজাত শুরু করেছে। গতকাল ঢাকার তেজগাঁও উত্তরা সেন্টার শো-রুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে যৌথভাবে এই গাড়ি বাজারজাতকরণের উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান। এসময় বিভিন্ন কর্পোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, উত্তরা মোটর্স সব সময় সুজুকি গাড়ির গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স আরামদায়ক, কর্মক্ষম এবং নিরাপত্তার একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখে এমন একটি নতুন সুজুকি এক্সএল ৬, প্রিমিয়াম ৬-সিটার গাড়ি নিয়ে এল। এই গাড়িটি স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১৫০০ সিসি পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। এর বাহ্যিক নক্সা সুপিং ক্রস-বার ডিজাইনের সাথে আক্রমণাত্মক ফ্রন্টগ্রিল যা প্রিমিয়াম তে একটি স্পোর্টি স্পর্শ দেয়। স্টাইলিশ গ্লসি ব্ল্যাক অ্যালয় হুইল, সিগনেচার কোয়াড এলইডি হেডল্যাম্প এবং এলইডি লাইট গাইডসহ টেল ল্যাম্পগুলি আকর্ষিত করবে। আরামদ্বায়ক রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করতে, এতে রয়েছে ২য় সারি অ্যাডজাস্টেবল এসি ভেন্ট। সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং দীর্ঘ ভ্রমণে পানীয়গুলিকে ঠান্ডা রাখতে এয়ার-কুল্ড টুইন কাপ হোল্ডার। গাড়িটি ছয়টি ভিন্ন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এঙ-শোরুম মূল্য ২৮ লাখ টাকা। গাড়িটির বিস্তারিত জানতে সুজুকির অফিসিয়াল ওয়েব সাইটে www.suzukicar.com.bd ভিজিট করুন। গাড়ির মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করতে উত্তরা মোটর্স গ্রাহকদের জন্য ৩ বছরের ওয়ারেন্টি ও ১২টি সার্ভিসের নিশ্চিয়তা প্রদান করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত শিগগিরই : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি না মানলে বাড়তে পারে সংক্রমণ : স্বাস্থ্যমন্ত্রী