নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুদৃঢ় হবে

পিটার হাসের সঙ্গে বৈঠকের পর পলক

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সম্ভাবনার সম্পর্ক আরও সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে বলে মনে করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন পিটার হাস। নির্বাচনি পরিবেশ ও ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার প্রেক্ষাপটে এ বৈঠকের গুরুত্ব সম্পর্কে এক প্রশ্নে পলক বলেন, উনার যে বিভিন্ন কথা, আলোচনা বা বিষয়বস্তু, এগুলো থেকে আমার কাছে মনে হয়েছেবাংলাদেশের সাথে আমেরিকার ভবিষ্যতে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক এবং সম্ভাবনার সম্পর্কটা এটা আরও বেশি সম্প্রসারিত হবে, আরও ঘনিষ্ঠ হবে।

আগামী ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প, সেটি পূরণের জন্য কিন্তু আমরা সকলের সাথে বন্ধুত্বের যে হাত বাড়িয়েছি, সেখানে আমেরিকার সাথেও আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং আমরা একসাথে মিলে কাজ করব, দুদেশের জনগণের জন্য, সারাবিশ্বের জন্য। আমার কাছে আজকের বৈঠক থেকে এটাই মনে হয়েছে।

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানো, বাংলাদেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করার তুলে ধরেন প্রতিমন্ত্রী পলক। একই সঙ্গে সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের আরও একলাখ প্রি পেইড মিটার স্থাপনের কাজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহের শামিল : হাই কোর্ট