দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১০ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি গতকাল সোমবার সকালে ওয়াসা মোড়স্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে নির্বাচনকালীন দিনে ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
পরে আওয়ামী লীগের প্রয়াত জননেতাদের কবর জেয়ারত ও তাদের স্মৃতির প্রতি সম্মানার্থে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় মতবিনিময় সভা ও প্রয়াত জননেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নছির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি বলেন, দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা অর্পিত দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সাথে পালন করায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত হয়েছে। তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে যে সাহসী ভূমিকা রেখেছেন তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা তাঁর ও দলের প্রতিনিধি হিসেবে এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন এবং আর্থ–সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখবেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, নির্বাচন বানচাল করার করার জন্য দেশি–বিদেশি ষড়যন্ত্র চলেছে। সকল ষড়যন্ত্র মোকাবেল করে যেভাবে জাতীয় নির্বাচন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সফল করেছেন একইভাবে নতুন নির্বাচিত সরকারকে ধাক্কা দেওয়ার সকল দেশি–বিদেশি চক্রান্তের জাল চূর্ণ করার জন্য জনগণকেই দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নঈম উদ্দিন চৌধুরী, এ.কে.এম বেলায়েত হোসেন, নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসিনা মহিউদ্দিন, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, আবু তাহের, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, দেবাশিষ নাথ দেবু, মোমিনুল হক, আবু তাহের, রেজাউল করিম কায়সার, কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, জহুরুল আলম জসিম, মোরশেদ আলম, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, হুরেআরা বিউটি, জেসমিন পারভিন জেসি, জাহেদা বেগম পপি, আঞ্জুমান আরা বেগম, তসলিমা নুর জাহান রুবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










