নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকার। খবর বাংলানিউজের।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রশ্রমিকজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাইআগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।

নতুন বছরে মানুষেমানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

পূর্ববর্তী নিবন্ধযেসব শ্রেণির শিক্ষার্থীরা বই পাবে আজ
পরবর্তী নিবন্ধনববর্ষে ‘ফুলের অলঙ্কারে’