নতুন সময়সূচিতে ট্রেন চলাচল শুরু

পূর্বাঞ্চলের ৯টি আন্তঃনগরের নতুন সূচি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচিতে গতকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন সময়সূচিতে রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহের পথে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে ৯টির চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে।

রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিল৫৪ অনুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলে কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রার সময় পিছিয়েছে। ট্রেনের যাত্রার ও গন্তব্যে পৌঁছার সময় ছাড়াও যাত্রা পথে বিরতির সময়সহ ট্রেন অপারেশনের একাধিক পরিবর্তন এসেছে নতুন টাইম টেবিলে।

গত রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সারাদেশে রেলওয়ের বেশিরভাগ আন্তঃনগর, মেইল, কমিউটার ও এক্সপ্রেস ট্রেন নতুন সূচিতে চলাচল শুরু করে। এর আগে ২০২৩ সালের ১ ডিসেম্বর পূর্ব রেলের সময়সূচির পরিবর্তন করা হয়েছিল। এ হিসাবে এক বছর তিন মাস ১০ দিন পর রেলের সময়সূচি পরিবর্তন হয়েছে। গতকাল সোমবার থেকে রেলের ওয়ার্কিং টাইম টেবিল৫৪ (ডব্লিউটিটি) কার্যকর হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সবুক্তগীন বলেন, সোমবার থেকে নতুন সময়সূচিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে আন্তঃনগরসহ কিছু কিছু ট্রেনের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময়ে কিছু নতুন স্টেশন চালু হয়েছে, আবার কিছু বন্ধও হয়ে গেছে। সবমিলিয়ে সমন্বয়ের মধ্য দিয়ে যাত্রীসেবা উন্নত করার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন সূচি করা হয়েছে।

যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে যেসব ট্রেনের :

নতুন সময়সূচিতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার পরিবর্তে চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৭টায়। চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনা এক্সপ্রেস সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যাবে। এক্ষেত্রে যাত্রার সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। ১০ মিনিট এগিয়ে আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এঙপ্রেস আগের চেয়ে ১০ মিনিট এগিয়ে জামালপুর স্টেশন ছাড়বে রাত ৮টায়। এবং আন্তঃনগর ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

যাত্রার সময় পিছিয়েছে যেসব ট্রেনের :

নতুন ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস যাত্রার সময় ১৫ মিনিট পিছিয়ে বিকাল ৫টায় ছাড়া হবে। ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার সময় ৩০ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে। এখন থেকে ট্রেনটি রাত সাড়ে ১০টার পরিবর্তে ঢাকা ছাড়বে রাত ১১টায়।

অপরদিকে পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস বেলা সাড়ে ৩টার পরিবর্তে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৪টায়। ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস বিকাল সাড়ে ৪টার পরিবর্তে এখন ছাড়বে বিকাল সোয়া ৫টায়।

আগের সূচিতে চলছে যেসব ট্রেন :

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী আগের সময় বেলা ৩টায়, মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায়, তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় ছাড়বে। এছাড়া, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস আগের মতো সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সিলেটগামী দুটি ট্রেনেরই ছাড়ার সময় অপরিবর্তিত আছে।

তাছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী আগের মতো সকাল পৌনে ৮টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বর্তমানে ২৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। অন্যদিকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়বে ২টা ১৫ মিনিটে। চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করা সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা পরিবর্তন এসেছে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সৈকত এক্সপ্রেস রাত ৮টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে।

পূর্ববর্তী নিবন্ধফরমে একাধিক স্ত্রীর নামের জায়গা রাখতে চায় ইসি
পরবর্তী নিবন্ধহাবিবউল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন