চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে–কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনে এই সদস্যরাই হবে দলের মূল চালিকাশক্তি। যারা জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। গত ১৫ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে দলের সদস্য করতে হবে।
গতকাল শনিবার বিকালে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম একটি আমানত। তবে লক্ষ্য রাখতে হবে এই আমানত যেন কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সুযোগসন্ধানী কোনো ব্যক্তির হাতে না যায়। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অসামান্য ভূমিকা রেখেছে। তাই দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নেতৃত্ব দিতে হবে। ত্যাগীদের অগ্রাধিকার দিয়ে সদস্য নবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কাঠামো ও নেতৃত্ব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ–সভাপতি মাহবুবুল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সহ–সভাপতি হাজী আইয়ুব, হাজী হারুন সওদাগর ও আকতার হোসেন। বিএনপি নেতা ম. হামিদ ও মো. নুরনবীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম. আবু বক্কর রাজু, মো. আলম, সাইদুল ইসলাম, ইসকান্দর হোসেন, মো. আলমগীর, ফজল আজিম মাসুম, দিদার হোসেন, সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল নবী, আলমগীর টিটু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।