নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম

বই উৎসবে চট্টগ্রাম জেলা প্রশাসক

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারস্থ শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, মহিলা কাউন্সিলর আনজুমান আরা, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আফরোজা, পূর্ব টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার, নিউ টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইদা আক্তার, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি কাউসারুজ্জামান, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তপন সিং, মনির হোসেন টিটু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মাহম্মদুল হাসান, এমএস অলি প্রমুখ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুল ড্রেস তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই।

উত্তর কাট্টলী বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয় : ইংরেজী নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি সারাদেশে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই হাতে তুলে দিয়ে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন। এর ধারবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী বিশ্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুলের প্রধান শিক্ষক নিলুফার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বিশেষ অতিথি ছিলেন নাজমুুল হায়দার চৌধুরী, হাছিনা বেগম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এম সাখাওয়াত হোসেন, শাহিন আক্তার, সেলিনা বেগম রুবিনা পারভীন ও দিলশাত আরা তাজিন প্রমুখ।

মমতা স্কুল এন্ড কলেজ : ১ জানুয়ারি নগরীর আকমল আলী রোডস্থ মমতা স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়। প্রাকপ্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা স্কুল এন্ড কলেজের কন্সাল্টেন্ট নাসিমা আখতার, মমতা স্কুল এন্ড কলেজের ফোকাল পারসন, প্রধান শিক্ষিকা সহ সিনিয়র শিক্ষকবৃন্দ। এসময় শিশুরা নতুন বই পেয়ে আনন্দে উজ্জীবিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দপুর হাসান শাহীনুর একাডেমীতে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধপটিয়ার সুলতান ভাণ্ডার দরবারে ওরশ