বাংলাদেশ দলের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। সবশেষ দশ ম্যাচের একটিতেও জিততে পারেনি। সেখানে অবশ্য টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিও ছিল। এমতাবস্থায় দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে ঘিরে নতুন করে শুরু করার পরিকল্পনা করছে বাংলাদেশ দল। আর এই সিরিজে দল পাওয়ার আশা করছে সাকিবকেও। তাই নিজেদের মাঠে আবার চেনা রূপে ফিরতে চায় বাংলাদেশ। আর দলের সাথে পুরানো হতাশাকে পেছনে ফেলে আবার নতুন করে নিজের শুরুটাও করতে চান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সৌম্য সরকার। বাজে সময় পেছনে ফেলে দল জয়ের ধারায় ফিরবে তেমনটি বিশ্বাস সৌম্য সরকারের। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এটি সৌম্যদের তৃতীয় সিরিজ। বছরের শুরুতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সুপার লিগের শুরুটা বেশ ভালই করেছিল বাংলাদেশ। পরে মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পেতে হয় উল্টো স্বাদ। কিউইদের বিপক্ষে অন্তত একটি জয় খুব করে চাইছিল বাংলাদেশ। আর সেটা পেলে সুপার লিগে কিছুটা এগিয়ে থাকা যেত। কিন্তু সেটা হয়নি। সেই সিরিজ নিয়ে এখন আর ভাবার সুযোগ দেখেন না সৌম্য। সতীর্থদের সঙ্গে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন লংকানদের বিপক্ষে সিরিজের। গতকাল বুধবার অনুশীলনের পর বিসিবির ভিডিও বার্তায় বাঁহাতি ব্যাটসম্যান সামনের সিরিজ নিয়ে শোনালেন আশার কথা। তিনি বলেন বাংলাদেশের জন্য যে কোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে যা হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করে কোন লাভ নেই। এখন আমাদেরকে কেবল সামনের সিরিজ নিয়ে চিন্তা করতে হবে। শ্রীলংকার বিপক্ষে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে সেখানে আগেরগুলো ভুলে সবাই নতুন করে ভালো পারফর্ম করবে। ঘরের সিরিজ আমাদের ঘরেই থেকে যাবে। আমরা আশাবাদী সব খেলোয়াড় দেশের মাটিতে ভালো খেলবে। একদিন আগে শ্রীলংকা থেকে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে ক্রিকেটাররা। সৌম্য মনে করেন সেই সিরিজের যারা ওয়ানডেতে খেলবেন তারা একটু বাড়তি সুবিধা পাবেন। যারা শ্রীলংকায় টেস্ট ম্যাচ খেলেছে অনেকটা সময় ব্যাটিং করেছে বা বোলিং করেছে, এখানে যদি সেভাবেই লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে বা শতভাগ দিয়ে ব্যাটিং করতে পারে, সিরিজটা খুব ভালো হবে। নিউজিল্যান্ড ও শ্রীলংকা সফরে সাকিবকে পায়নি দল। এবার সবকিছু ঠিকঠাক থাকলে এই অলরাউন্ডারকে পাওয়া যাবে এছাড়া শ্রীলংকা সফরে না থাকলেও আইপিএলে বেশ ছন্দে ছিলেন মোস্তাফিজ। তাদের উপস্থিতি শ্রীলংকার বিপক্ষে সিরিজে বাড়তি প্রেরনা হিসেবে দেখছেন সৌম্য। এখন আসল কাজটা হচ্ছে মাঠে গিয়ে খেলতে পারাটা। আর সেটাই করতে চান সৌম্য সরকার। আগামী ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচেও হবে একই স্টেডিয়ামে।