মাত্র কদিন হল শেষ হয়েছে বিপিএল। আর বিপিএলের রেশ শেষ না হতেই আবারও মাঠে নামতে হচ্ছে তামিম-সাকিবদের। তবে এবার আর ঘরোয়া ক্রিকেট নয়, টাইগাররা মাঠে নামছে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। প্রতিপক্ষ আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। আর এ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ বুধবার। বেলা ১১টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দল নামবে জয় তুলে নিতে। যদিও আফগানদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। আফগানরাও ধীরে ধীরে শক্ত প্রতিপক্ষে পরিণত হচ্ছে বাংলাদেশের জন্য। যদিও পরিসংখ্যান কথা বলবে বাংলাদেশের পক্ষে। দু’দলের ৮ মোকাবেলায় বাংলাদেশর জয় ৫টি আর আফগানিস্তানের জয় ৩টি।
আফগানদের বিপক্ষে সিরিজের আগে নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। সে সিরিজের কথা ভুলে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, মিরাজ, লিটনদের নিয়ে বেশ শক্তিশালী দল নিয়ে এই সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে যে কঠিন লড়াই করতে হবে তা বুঝা কঠিন নয়। দলটির তিনজন বিশ্বসেরা স্পিনারকে মোকাবেলা করে তবেই ম্যাচ জিততে হবে টাইগারদের। যদিও আফগানদের এই তিন স্পিনার নিয়ে খুব বেশি ভাবতে নারাজ বাংলাদেশ দলপতি। তার মতে, লড়াইটা পুরো আফগান দলের বিপক্ষে। তাই মাঠে দিতে হবে সেরাটা।
এর আগে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশকে বিশাল হারের লজ্জা দিয়েছিল আফগানরা। সে ম্যাচের নায়ক ছিলেন রশিদ খান। বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানও আছেন এই সিরিজে। আরো শানিত হয়ে। তাদেরও লক্ষ্য বাংলাদেশকে আবার হারানো। বরাবরই দাপটের সাথে ক্রিকেট খেলা আফগানরা বাংলাদেশকে নিজেদের মাঠে হারিয়ে চমক দেখাতে চায়। তাই তারাও এসেছে বেশ প্রস্তুত হয়ে। যদিও শক্তির বিচারে আফগানদের চেয়ে টাইগাররা মোটেও পিছিয়ে নেই। তবে মাঠে সেরাটা দিতে না পারলে ম্যাচ জেতা যে বেশ কঠিন সেটা ভালই জানা টাইগারদের।