নতুন লেখক তৈরিতে কাজ করবে চাটগাঁ গবেষণা কেন্দ্র

সংবাদ সম্মেলনে বক্তারা

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চাটগাঁ গবেষণা কেন্দ্র (সিআরসি) আয়োজিত ‘অন্বেষা প্রবন্ধপ্রতিযোগিতা ২০২৫’ ও অধ্যাপক নাজিম উদ্দিন রচিত ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন খড়িমাটি প্রকাশনীর প্রকাশক মনিরুল মনির, বইটির লেখক ও সিআরসি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক নাজিম উদ্দিন। তারা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন ও মতবিনিময় করেন। এতে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অতিথিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রকাশক মনিরুল মনির বলেন, এই বইটি ইতিহাস, জীবন্ত সাক্ষ্য ও জীবনের গল্পের এক আকর্ষণীয় সংমিশ্রণেএকটি অনন্য সৃষ্টি। লেখক নাজিম উদ্দিন চট্টগ্রামের ইতিহাসকে ভাষাগত, রাজনৈতিক, জিনগত ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এক নতুন দৃষ্টিতে তুলে ধরেছেন। লেখক নাজিম উদ্দিন জানান, তিনি বইটিতে চট্টগ্রামের ইতিহাসকে উপস্থাপন করেছেন একটি ‘ত্রিমুখী পদ্ধতি’ (ঃৎরধহমঁষধঃরড়হ ধঢ়ঢ়ৎড়ধপয)-এর মাধ্যমে। যেখানে প্রামাণ্য ইতিহাসের পাশাপাশি প্রাসঙ্গিক গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রসঙ্গভিত্তিক তথ্য সংযোজিত হয়েছে। তার এই প্রচেষ্টা ইতিহাস পাঠ ও চর্চার এক নবীন ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছে।

চাটগাঁ গবেষণা কেন্দ্র সম্পর্কে নাজিম উদ্দিন বলেন, চাটগাঁ গবেষণা কেন্দ্র যেমন পুরাতন লেখক ও গবেষকদের নিয়ে কাজ করবেতেমনি নতুন নতুন লেখক সৃষ্টির লক্ষ্যেও কাজ করে চলেছে। সেই লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার, চিন্তা করার এবং লেখার আগ্রহ তৈরি করতে ইতোমধ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি, তা হলো ‘অন্বেষা প্রবন্ধপ্রতিযোগিতা ২০২৫’। যেখানে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৭০ জন শিক্ষার্থী ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ বইটি পড়ে একটি করে প্রবন্ধ জমা দিয়েছে।

বই প্রকাশনা অনুষ্ঠানটি আগামী ১ নভেম্বর (শনিবার) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সম্পাদকবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী, এবং প্রবন্ধ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইঞ্জিনিয়ারদের সাথে জিপিএইচ ইস্পাতের বিশেষ টেকনিক্যাল সেমিনার
পরবর্তী নিবন্ধক্ষমতায় গেলে দেশের স্বার্থকে সবার আগে রাখবে বিএনপি