নতুন রূপে বিপিএলের পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রায় তিন মৌসুম পর এবারে হলো বিপিএল কনসার্ট। তাও তিন ভেন্যুতেই। ডিআরএস এর পাশাপাশি হক আই এর মত প্রযুক্তি থাকছে। থাকবেন স্বনামধন্য ধারাভাষ্যকাররা। স্টেডিয়ামের গ্যালারিতে থাকবে শহীদ মুগ্ধ কর্নারে বিনামূল্যে পানি বিতরণের ব্যবস্থা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অনেক পরিবর্তন আসছে এবারের বিপিএলে। বিসিবি কর্মকর্তারা বারবার বলে আসছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর সবকিছুর মতো দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় আসর বিপিএলেও আসবে পরিবর্তন। কিছু কিছু পরিবর্তন এরই মধ্যে দেখা যাচ্ছে। তবে মাঠের লড়াইটা কেমন হবে সেটা হয়তো আজ থেকে খেলা মাঠে গড়ালে তখনই বলা যাবে। বিপিএলের ১১ তম আসরটিকে তাই নানা কারণে আলাদাভাবে দেখা হচ্ছে। আর সে নতুন বিপিএলের পর্দা উঠছে আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং নবাগত দল দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল। প্রথম দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং আরেক নতুন দল ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবারের বিপিএলের প্রথম রাউন্ড চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। চারদিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের প্রথম রাউন্ডে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত দুই দিন বিরতি দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে ১২টি। এরপর বিপিএল আসবে চট্টগ্রামে। সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল চলবে ৬ দিন। দুই দিন বিরতিসহ এই ছয়দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি। যেখানে স্বাগতিক দল চিটাগাং কিংসের ম্যাচ হবে ৫টি। ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবার পাড়ি জমাবে ঢাকায়। সেখানে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের দশটি ম্যাচ। ১ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএলের রাউন্ড রবিন লিগ। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার১ ম্যাচ দুটি। ৫ ফেব্রুয়ারি হবে কোয়ালিফায়ার২ ম্যাচটি। এরপর ৭ ফেব্রুয়ারি হবে বিপিএলের ১১ তম আসরের মেগা ফাইনাল। আর সে ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল। একটি ট্রফির জন্য মোট ৪৬টি ম্যাচ খেলবে দলগুলো। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লেঅফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ। কোয়ালিফায়ার, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। বিজয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার১ এ হেরে যাওয়া দলের।

৫ আগস্টের পট পরিবর্তনের ফলে এবারের বিপিএলে নেই সবচাইতে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরিবর্তন হয়েছে ঢাকা দলের মালিকানাও। ঢাকা গ্লেডিয়েটর্স হয়েছে ঢাকা ক্যাপিটালস। আট বছর বিরতি দিয়ে আবার বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। ফিরেছে রাজশাহী দল। দলটির নাম দুর্বার রাজশাহী। এছাড়া বরিশাল, সিলেট, রংপুর এবং খুলনা দল বহাল রয়েছে আগের মতই। এরইমধ্যে বিপিএলের ঢাকা পর্বের জন্য টিকেটের দাম ঘোষণা করা হয়েছে। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে পূর্ব গ্যালারির টিকেট। নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকেটের মূল্য ৩০০ টাকা করে। ক্লাব হাউজে (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) বসে খেলা দেখতে গুণতে হবে ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকেটের দাম রাখা হয়েছে ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা করে। এর বাইরে শহীদ মুশতাক স্ট্যান্ডে ‘বর্জ্যশূন্য জোন’ হিসেবে ৬০০ টাকা করে বিক্রি হবে নির্দিষ্ট ৩০০ টিকেট। প্রস্তুতির সব শেষ। এবার ব্যাটেবলের লড়াই মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই
পরবর্তী নিবন্ধ৭৮৬