স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতেও বড় পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিবর্তিত এ রাজনীতি নিয়ে তরুণদের চিন্তা–চেতনাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। খসরু বলেন, নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা–চেতনা ও তরুণদের চিন্তা–চেতনা আমাদেরকে বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।
গতকাল শনিবার সকালে নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে পাঁচলাইশ থানা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে এবং অনেক নেতাকর্মীকে হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলে–পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই। ভবিষ্যতেও আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেড় দশক সরকার ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত ঝরানোর পাশাপাশি জেল–জুলুম অত্যাচার সহ্য করলেও তাদের কেউ টলাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ ও মো. ওয়াসিম।
অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান : আগের দিন শুক্রবার আমীর খসরু দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আব্দুল পাড়া, মুরগির ফার্ম, গ্রিনভিউ এলাকায় অসুস্থ কামাল কন্ট্রাক্টর, যুবদল নেতা নয়নের অসুস্থ মা ও বিএনপি নেতা কামাল সওদাগরের অসুস্থ মেয়েকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য আবুল হাসেম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, বিএনপি নেতা আবু জহুর, বাবুল হক কন্ট্রাক্টর, দিদার রহমান সুমন, হাজী সাইফুল আলম, ওমর সওদাগর, নূর সেলিম বাঙালি, মহিলা দলনেত্রী জেসমিন খানম ও দেওয়ান মাহমুদা আক্তার রিটা।