চলতি ফুটবল মৌসুমে কোটি টাকার সুপার কাপসহ স্বাধীনতা কাপ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তা বাতিল হয়ে যায়। তবে আগামী ২০২৫–২৬ মৌসুমে প্রথমবারের মতো হবে পাঁচটি প্রতিযোগিতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে চারটি টুর্নামেন্ট। গতকাল শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ হবে। এর মধ্যে শেষ প্রতিযোগিতাটি হবে স্থানীয়দের নিয়ে। সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। আমরা পাঁচটি টুর্নামেন্ট করবো। স্বাধীনতা কাপ শুধু স্থানীয়দের নিয়ে করার কারণ ক্লাবগুলো যাতে বিদেশি ছেড়ে দিয়ে খেলতে পারে। তাতে তাদের ক্যাম্প পরিচালনা করতে সুবিধা হবে।’