বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুন মোড়কে ফ্যাসিবাদের জন্ম হলে দেশবাসী মেনে নেবে না। কারণ পতিত ফ্যাসিবাদ দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। মানবাধিকারকে ভূলুণ্ঠিত করেছিল। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। সুতরাং ২০২৫ সালে এসে যদি কেউ নতুন মোড়কে অধিকারের কথা বলে রাজপথে, ক্যাম্পাসে কিংবা রাজনৈতিক অঙ্গনে আসতে চায় তাহলে দেশবাসী কখনো মেনে নেবে না। তাই ফ্যাসিবাদের নতুন সংস্করণের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। গত ১২ মার্চ এম আর কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলা জামায়তের আমীর মাওলানা রফিকউল্লাহ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদুয়ানুল কাদির। প্রেস বিজ্ঞপ্তি।