নতুন ভোটার হতে আগ্রহীদের নির্বাচন অফিসে যেতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

২ জানুয়ারি প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

এবার চলতি বছরে আর বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে না ভোটার তালিকা হালনাগাদ। তবে আগামী মার্চের পর এই কার্যক্রম হাতে নেবে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন ভোটার হতে আগ্রহীদের (আগামী ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে বা যারা এরই মধ্যে ১৮ বছর বয়স পূর্ণ করেছেন) আগামী ৩১ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করার আহবান জানিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা পর দাবিআপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাদের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে ৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে, তারা যেন সংশোধনের আবেদন করেন।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক আজাদীকে বলেন, এবার চলতি বছরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ না হলেও আমাদের নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়ার কার্যক্রম চলমান আছে। প্রতিদিনই আমাদের থানা অফিস এবং উপজেলা অফিসে নতুন ভোটাররা এসে নিবন্ধন করেছেন।

তিনি বলেন, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অর্থাৎ আগামী ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে বা যারা এরই মধ্যে ১৮ বছর বয়স পূর্ণ করেছেন কিন্তু ভোটার হননি তারা নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট কপিটা নিয়ে নিজ নিজ থানা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে নির্বাচন কর্মকর্তারা সব দেখে তাকে (তাকে ছবি তোলার জন্য সময় দেবেন) ভোটার করে নেবেন।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয়। সুতরাং যারা নতুন ভোটার হবেন তারা চলতি বছরের (২০২৪ সালের) ৩১ ডিসেম্বর মধ্যে নির্বাচন অফিসে যোগাযোগ আহবান জানান চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক।

পূর্ববর্তী নিবন্ধগুম ও নির্যাতনের বিচার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন