নতুন ব্রিজ চত্বরে ট্রাফিক শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম

সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগ

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএমপি ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান চত্ত্বরে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচারপ্রচারণা চালানো হয়। এসময় সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন নিজে উপস্থিত থেকে সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ির

ডকুমেন্ট ও ড্রাইভিং লাইসেন্স চেক করেন। সচেতনতামূলক কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিকদক্ষিণ বিভাগের (টিআইপ্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মো. মাবিয়ান মিঞা, সার্জেন্ট সেলিম রানা, সার্জেন্ট পুলক দেব, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট শামীমা আকতার, পরিবহন মালিকশ্রমিক নেতৃবৃন্দ, বিএনসিসি ও স্কাউটস্‌ দল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফুটন্ত ফুলের সুন্নী সম্মেলন
পরবর্তী নিবন্ধঅপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা