জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে বাকলিয়া থানা পুলিশ ৩ ছিনতাইকারীকে আটক করেছে। গত শনিবার গভীর রাতে নতুন ব্রিজ বশিরুজ্জামান গোল চত্বরস্থ পাবলিক টয়লেটের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছোরা, ছিনিয়ে নেওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, শনিবার গভীর রাতে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ আসে, বশিরুজ্জামান গোলচত্বর পাবলিক টয়লেটের পেছনে এক ব্যক্তিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ছোরার ভয় দেখিয়ে কয়েকজন যুবক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী মো. আব্দুল খোকনের (৩৫) কাছ থেকে সবকিছু জেনে নিয়ে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক অভিযান চালায়। এ সময় নুর হোসেন (২৪), হানিফ (১৯) ও মাসুদকে (২৪) নামে তিনজনকে আটক করা হয়। ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।