নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে ৯শ পিস ইয়াবাসহ মো. হামিদ (৪২) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নতুন ব্রিজ এলাকার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদ কক্সবাজার জেলা সদরের দাউনখালী পূর্বপাড়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন চর চাক্তাই রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে ৯শ পিস ইয়াবাসহ হামিদকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও সার্কেলের পরিদর্শক মো. আমিরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।