নতুন ব্রিজে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, বাসচালককে ছুরিকাঘাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ মে, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নগরের শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) এলাকায় হিউম্যান হলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ মানিক (৩৩) নামে একজন বাসচালক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শাহ আমানত সেতু চত্বরে মারামারির ঘটনা ঘটে। এ সময় মানিককে উপস্থিত লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মানিকের পেটে ছুরিকাঘাতে করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
পরবর্তী নিবন্ধআকবরশাহ এলাকায় কারে লরির ধাক্কা, নিহত ১