নগরের শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) এলাকায় হিউম্যান হলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ মানিক (৩৩) নামে একজন বাসচালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শাহ আমানত সেতু চত্বরে মারামারির ঘটনা ঘটে। এ সময় মানিককে উপস্থিত লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মানিকের পেটে ছুরিকাঘাতে করা হয়েছে।