নতুন ব্রিজে দুই হাজার ৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাইক্রোবাস জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

নগরের চাক্তাই নতুন ব্রিজ এলাকা থেকে গত মঙ্গলবার ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. ইসমাইল। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকলিয়া থানার চাক্তাই নতুন ব্রিজের উত্তর পাশে পুলিশ বঙের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ধৃত মো. ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কঙবাজার জেলার সীমান্তবর্তী এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপহার নিয়ে ১০০০ পরিবারের পাশে মেয়র
পরবর্তী নিবন্ধপারদ সংক্রান্ত মিনামাটা কনভেনশনের পক্ষ হয়েছে বাংলাদেশ