বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী আপসহীন নেতৃত্ব অপরিহার্য। দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট ও আধিপত্যবাদী রাজনীতির কারণে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। আদর্শিক রাজনীতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম, মহানগর উত্তর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ শরিফ ওসমান হাদির খুনিচক্রসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











