বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি শহরের দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল হোসেন, আবু ইউসুফ, আব্দুল মান্নান, মাওলানা শেখ আহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










