নতুন বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে

প্রকাশনা পরিষদের অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

সাতকানিয়ালোহাগাড়া আসনের সাবেক এমপি ও মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে। চট্টগ্রামের সমৃদ্ধ জনপদ সাতকানিয়ালোহাগাড়াকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে অনেক গুণী, মনীষীর অবদান রয়েছে। এখন সেই জনপদকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আরো সুখী, সমৃদ্ধ করে গড়ার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা যাবে।

তিনি গত ১ এপ্রিল আলোকিত গুণীজন সাতকানিয়ালোহাগাড়া প্রকাশনা পরিষদের উদ্যোগে আয়োজিত সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া মনীষা এবং আলোকিত গুণীজন সাতকানিয়া লোহাগাড়া বই দুটির লেখক মোয়াজ্জেম হোসেন।

চুয়েটের ডেপুটি ডিরেক্টর ও বিশিষ্ট প্রাবন্ধিক ফজলুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবিশ্ববির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, সাংবাদিক মাসূমুর রহমান খলিলী, কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, বাউবির অধ্যাপক ড. মোহাম্মদ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, ডা. নুরুল হক, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ডা. শফিউল করিম মোহাম্মদ ইলিয়াছ, আবদুল হামিদ, মোহাম্মদ ওয়াজেদ আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, নাছির উদ্দিন, আমান উল্লাহ, প্রকাশনা পরিষদের পক্ষে আনোয়ার হোছাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে সমাজকল্যাণ সচিব
পরবর্তী নিবন্ধনাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে যোগ দিতে হোপ স্কুলের প্রতিনিধি দলের আমেরিকা যাত্রা