নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাই

সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির মিলাদ মাহফিলে শাহাদাত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, তাহলে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তাই আগামী নির্বাচনে তারেক রহমান ও খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন, তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি গতকাল শুক্রবার বাদে জুমা সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকারদের জন্য দোয়া করা হয়। সিটি মেয়র ডা. শাহাদাত সন্দ্বীপের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকতে বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি সবসময় দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দীনের সরকারের সময় রাজনৈতিক সংকটে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, আমি মরবো বাংলাদেশে, বাঁচবো বাংলাদেশে। গত ১৬ বছরে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেছেন, গৃহবন্দী থেকেছেন, ‘মিথ্যা’ মামলায় সাজা পেয়েছেন। এই ত্যাগের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের সঞ্চানালয় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খাঁন, সদস্য সচিব এম এ আজিজ, পৌর সভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার, ছাত্রদলের উপজেলার সদস্য সচিব মো. শহীদ।

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মাষ্টমী আজ
পরবর্তী নিবন্ধবাজারে ভারতীয় পেঁয়াজ, কমছে দেশি পেঁয়াজের দাম