নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখতে হবে : ইসরাফিল খসরু

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণদের ভূমিকা রাখতে হবে। তরুণরা হবে সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। তিনি গতকাল বিকেলে সদরঘাট থানা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কদমতলীতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, সারাদেশে নির্বাচনের হাওয়া বইছে, ধানের শীষের জোয়ার উঠেছে। দেশের জনগণ ধানের শীশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যুবদল নেতা নুর খানের সভাপতিত্বে ও সদরঘাট থানা ছাত্রদল আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, জাসাস আহবায়ক এম এ মুসা বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল সদরঘাট থানা আহবায়ক ইয়াসির আরাফাত, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদল নেতা মোঃ রাশেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ারুল আবেদিন মুন্না।

বক্তব্য রাখেন কামরুন নাহার লিজা, জামাল উদ্দিন জসিম জিয়াউর রহমান জিয়া, শেখ আলম রাজু, কায়সার আহমেদ রাব্বি,নাহিদ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের দুটি স্থানের জন্য প্লে-অফে লড়বে ছয়টি দল