নতুন বাংলাদেশ গঠনে ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : এরশাদ উল্লাহ

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জনজণের সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করা বিএনপির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত করতে দেশে আর কোন বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর পুরাতন চান্দগাঁও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ৪৫নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন সদস্য সচিব হাজী মোস্তফা কামালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সৈয়দ শিহাব উদ্দীন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য জাফর আহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য আশ্রাফুল ইসলাম, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও চান্দগাঁও থানা বিএনপি নেতা মো: জানে আলম জিকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আরেফিন ইমন, ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইলিয়াস চৌধুরী, সদস্য সচিব মো: ওসমান, বিএনপি নেতা আলমগীর, মোক্তারুজ্জামান বাবর, মো: সেলিম, মো জাহাংগীর, মো: জাফর, আরিফ, যুবদল নেতা তারেকুর রহমান, জোবায়ের আলম রিকু,চান্দগাও থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মা ও শিশু হাসপাতালের জন্য অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধআনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভা