নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টকে দাঁড়াতে দেবো না

রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় বক্তারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই ছাত্রনাগরিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রনাগরিকের সাথে মতবিনিময় সভা পৌরসভা অডিটোরিয়ামে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে যেভাবে আওয়ামী লীগ এই দেশে স্বৈরশাসন জারি করেছিলো, কেউ যদি এই ২৪ এর চেতনাকে পুঁজি করে এই দেশে স্বৈরাচারীদের আবার বসাতে চায়, তাহলে আমরা তাদেরকে রুখে দিবো। আমরা কাউকে ২৪ এর চেতনাকে বিক্রি করতে দেবো না। কেউ যদি ২৪ এর রক্তকে বিক্রি করে নিজের পুঁজি বাড়াতে চায়, আখের গোছাতে চায় আমরা সবাই মিলে তাকে রুখে দিবো। রক্ত দিয়ে আনা এই নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে দাঁড়াতে দেবো না। ৭১ কিংবা ২৪ এর চেতনাকে কেউ যেনো আর পুঁজি করতে না পারে, এই রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে এক থাকতে হবে।’ চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি বলেছেন, ‘যারা এখনো এই নতুন বাংলাদেশে নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে হবে। যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, সিন্ডিকেট করবে তারা আমাদের কেউ না। তারা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমাদেরকে সেটি বাস্তবায়ন করতে হলে এক থাকতে হবে।’ ছাত্র প্রতিনিধি শিশির মোরশেদের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মো. নাজিম উদ্দীন, মোস্তফা হোসেন লিখন, ফারহান তালুকদার, সাইফুর রহমান খান, রবিউল হাসান শাফি, জিয়াউর রহমান, আব্দুল হামিদ, আকিব হাসান মাহি, জুবায়ের মানিক, রিদুয়ান সিদ্দিকী,তানভীর শরীফ, আব্দুর রহমান, চৌধুরী সিয়াম ইলাহী, আয়েশা রিপা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা
পরবর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা শুরু