নতুন বছর

আবীর সিকদার (৩০,১২২) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

আসবে আবার নতুন বছর,

চলে যাবে পুরাণ বছর।

নিয়ে যাক সকল বেদনা,

মারামারি ঝগড়া আর হবে না।

পুরান বছরকে জানিয়ে বিদায়,

নতুন বছরকে বরণ করে সবাই

সবাই মিলে করব বসবাস,

করব না কারও ‘সর্বনাশ ।

দেশে দেশে বিবাদ নয়,

মিলেমিশে থাকবে সবাই,

জীবন হোক শান্তিময়,

করব না কোনো ভয় ।

পূর্ববর্তী নিবন্ধগণিতে শূন্যের ধারণা
পরবর্তী নিবন্ধসোনামনি