নতুন বছর হোক নিরাপদ ও শান্তিময়

জাহিদ তানছির | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

দেখতে দেখতে নতুন ভোরের আলোয় জানান দিলো নতুন বছরের আগমন। ফেলে আসা দিনগুলোতে যেটুকু অর্জন হয়েছে তার চেয়েও হারিয়েছি বেশি। অনেক প্রিয় মুহূর্ত, অনেক প্রিয়জন, অনেক প্রিয় স্বজন, প্রিয় অনেক বন্ধু, প্রিয় বরেণ্য ব্যক্তিত্বসহ অনেক অনেক কাছের মানুষ। ঘড়ির কাঁটা যেন খুব তাড়াতাড়ি এগিয়ে চলছে তার নতুন গন্তব্যে। অনেক সুখের স্মৃতি, কতো দুঃখকষ্টের মুহূর্ত একে একে পেছনে ফেলে নতুন সময়ের পথে এগিয়ে চলায় জীবনের চিরচারিত রীতি। সৃষ্টির নিয়মে ধাপে ধাপে নির্ধারিত লক্ষে প্রত্যেককে একই পথে যেতে হবে। এটিই নির্মম বাস্তবতা। চাইলেই অনেক কিছু ইচ্ছে করেই পাল্টানো যায় না। যে যেমন আছি তার জায়গায় আরেকটু ভালো থাকার জন্য প্রতিটি মুহূর্ত আমাদের নিরন্তর প্রচেষ্টা। এতে কেউ বা সফল কেউ বা ব্যর্থ। তবুও স্বপ্ন আর বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে।

জীবন যুদ্ধে পেছনের সকল পরাজয় ভুলে আবারো নতুন ভোর আমাদের সকলের জীবনে বয়ে আনুক নিঃস্বার্থ, অহংকার ও জড়তামুক্ত পারস্পরিক বিশ্বাস আর সাফল্যময়, ভালোবাসার আত্মিক সম্পর্ক। সবার প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ ও শান্তিময়।

পূর্ববর্তী নিবন্ধনেশায় ডুবে থাকা পথশিশুদের পুনর্বাসন করা হোক
পরবর্তী নিবন্ধমুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে