নতুন বছর, নতুন স্বপ্ন

সায়িমা মুরাদ তুসফা | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে শুরু হল ২০২৫ সাল। সময় যেন থেমে নেই। বেদনার ২০২৪ যেন মনে করিয়ে দেয় সেই কষ্টের স্মৃতিগুলো। কত নির্যাতন, কত অত্যাচার সহ্য করে নতুন অভ্যুত্থানের সৃষ্টি এই নতুন বছর। পুরাতন বছরের স্মৃতি আঁকড়ে ধরে মানুষের নতুন আকাঙ্ক্ষার শেষ নেই। মানুষ কি পারবে তার ইচ্ছে মতো ঘুরতে, বাকস্বাধীনতা রক্ষা করতে? আকাঙ্ক্ষার যেন শেষ নেই। মার্টিন লুথার কিং জুনিয়র এর ভাষ্যমতে, ‘আমরা হয়তো অসংখ্য বার হতাশ হব, কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে’। শুধু একটাই চাওয়া, আমাদের সমাজে নিম্নশ্রেণির মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণ হোক। বয়ে আনুক নতুন বছরে নতুন ফাগুন। ফিরে আসুক সেই পূর্ণতা যা মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে
পরবর্তী নিবন্ধরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের ফজিলত