নতুন বছর, নতুন স্বপ্ন

স্বাগত ২০২৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:১৪ পূর্বাহ্ণ

সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে আছে আনন্দবেদনার এক মহাকাব্য। সেটা বর্ষবিদায়ের বেলায়ও। বিদায় ২০২২। গতকালের সূর্যাস্ত আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তি টেনেছে। আর আজকের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর। স্বাগত ২০২৩। আমাদের সব দুঃখকষ্ট, আনন্দবেদনা কালের মহাস্রোতে হয়ে গেছে ইতিহাস, যা স্মৃতি হয়ে থাকবে আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে। বিদায়ী বছরটি আমাদের জাতীয় জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সাল ছিল আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ঘটনাবহুল একটি বছর। নানা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এসেছে। ঘটেছে উত্থানপতন।

আজ নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় ধুয়েমুছে যাবে সব অস্থিরতা, না পাওয়ার গ্লানি। নতুন উদ্যমে দেশ ও সমাজ গড়ার কাজে নামবে প্রতিটি মানুষ। এই প্রত্যাশায় পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসীও। বছরের শেষ দিনটিতে গতকাল ভালোমন্দ আর আনন্দবেদনার স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করেছেন অনেকেই। একইভাবে জীবনের সব ধরনের নেতিবাচক বিষয়গুলোকে দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথ চলার প্রত্যয় ব্যক্ত করবেন প্রায় সকলে। এছাড়া দৈনন্দিন কর্মকাণ্ডগুলো মূলত ইংরেজি সালের গণনায় হওয়ায় খ্রিস্টীয় বছর বেশ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেদিক বিবেচনায় বিদায়ী বছরটা কেমন গেল তার হিসাবও কষবেন কেউ কেউ। ব্যক্তিগত অভিজ্ঞতা আর ভাবনায় নানাভাবে মূল্যায়িত হবে বিদায়ী বছরটি।

ঘটনাবহুল ২০২২ সালকে বিদায় ও নতুন বছরকে বরণে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম। থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নগরীর অভিজাত হোটেলসমূহে বিশেষ আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া চিটাগাং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করবে নগরবাসী।

থার্টি ফার্স্ট নাইটের সংস্কৃতি মূলত পাশ্চাত্য ভাবধারায় উজ্জীবিত এদেশীয় কিছু মানুষের আনন্দের বহিঃপ্রকাশ। গত দেড় দশক ধরে এরা দিনটি পালনে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কেউ যাতে উচ্ছৃঙ্খল হয়ে উঠতে না পারে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ।

খ্রিস্টীয় নববর্ষ ২০২৩ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, বিগত বছরের অর্জনের মধ্যে প্রধান ছিল ৩টি অর্জন। তা হলো পদ্মা সেতু, কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ এবং ঢাকায় বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন। এই অর্জনটুকু বাঙালি জাতিকে একটি বৈশ্বিক পরিচিত দিয়েছে। এর বাইরে বৈশ্বিক করোনা বিপর্যয়কে জয় করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি বিদেশিদের পদলেহন করার নীতি অবলম্বন করেছে
পরবর্তী নিবন্ধরাজ-পরীর সংসারে ভাঙনের সুর