নতুন বছর আলোয় উদ্ভাসিত হোক

কোহিনুর শাকি | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

এলো নতুন বছর। এ বছরের প্রথম সূর্যোদয়ে জাগুক নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নীল আকাশে উড়ন্ত ঘুড়ির প্রতিচ্ছবি। ফেলে আসা বছরের নানা সংকট, ঘাত প্রতিঘাত, হারানোর বেদনা, পাওয়ার আনন্দ, চেয়ে না পাওয়ার দুঃখ, আশা নিরাশার দোলাচলে অপ্রত্যাশিত ঘটনার অবতারণা, অনাকাঙ্ক্ষিত মুহূর্তের যন্ত্রণা, রক্ত ঝরা সংগ্রামের মধ্যদিয়ে নতুন অভ্যুদয়ের প্রেক্ষাপট সব মিলিয়ে কেটেছে মানুষের জীবনের নানান মুহূর্ত। কিছু ভোলা যায়, কষ্টের তীব্রতায় হয়তো কিছু ভুলে যাওয়াটাই একেবারে অসম্ভব। কিন্তু জীবন তো থেমে থাকে না, পৃথিবীর নিয়মের বিধানে আজ তাই সবাই নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়ে সব দুঃখ মুছে নতুন স্বপনের জাল বুনে সুখের সাগরে ভেসে ভেসে প্রতিটি মুহূর্তকে অবিরাম উৎকর্ষতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বুকে ধারণ করে বাঁচতে চাই। নতুন বছর নতুন দিগন্তের সূচনা করবে, নিত্য নতুন প্রত্যাশা জাগাবে, মনে দেবে অনাবিল প্রশান্তি, অসীম আনন্দ আর সবার হৃদয় জুড়ে থাকবে সুখ আর ভালবাসা, ইতিবাচক চিন্তা চেতনা নিয়ে সব রকম বাঁধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে সবাই, সুবাসিত হবে মনের সকল আলোকিত উদ্যান নতুন বছরে এটাই একান্ত কামনা।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের প্রত্যাশা
পরবর্তী নিবন্ধদুরের টানে বাহির পানে